খুলনা-১ আসনের দাকোপ-বটিয়াঘাটাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো – জিয়াউর রহমান পাপুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন (১, ২ ও ৩নং ওয়ার্ড) বিএনপি সহ অঙ্গসংগঠনের সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা, খুলনা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা জিয়াউর রহমান পাপুল। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। কোনো উসকানি বা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, সবাই মিলেমিশে আধুনিক ইউনিয়ন শুধু নয় খুলনা-১ আসন কে মডেল আসন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি। আপনারা ইতিমধ্যেই আমার উপরে আস্থা রাখছেন, আমাকে আপনারা ভালোবাসার মাঝে রাখবেন, আমি আপনাদের সাথে নিয়ে প্রতিটি সামাজিক অনুষ্ঠান ও উৎসবকে আনন্দঘন করে তুলবো। পাশাপাশি সম্প্রতি শারদীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য আইন-শৃঙ্খলার জিন্য বিএনপির প্রতিটি নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে শৃঙ্খলা কমিটি গঠন করে তদারকি করেছি, সকলেই অত্যন্ত আনন্দগন মুহূর্ত ও উৎসব উপভোগ করেছি, বিদ্যুৎ সরবরাহ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দর সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ করেছি। সম্প্রীতি সমাবেশ ও ৩১ দফার লিফলেট বিতরণ জলমার কৈয়া বাজার প্রতিমা মার্কেটে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেবদাস বিশ্বাস (দেবু), অনুষ্ঠান সঞ্চালনায় ২নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক (বড়) ও জলমা ইউনিয়ন বিএনপির
সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ সেলিম। সমাবেশে প্রধান বক্তা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, খুলনা জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান লেলিন, বিশেষ বক্তা বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপি উপদেষ্টা আব্দুস সাত্তার আকন, জলমা ইউনিয়ন বিএনপি আসাবুর রহমান হাওলাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি রেহানা ইসলাম, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক কানিজ ফাতেমা, খুলনা জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, হাবিবুল্লাহ তারেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল আহমেদ, বিএনপির ফজলুল হক ফারুক, শাহীন খান, জুয়েল আকন, রফিক গাজী, কামরুল ইসলাম, কৈয়া বাজার নির্বাচন কমিটির আহহ্বায়ক মৃন্ময় মন্ডল, জিননুর আইন নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠাতা মো: ইউনুস আকন, ১নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম গাজী, ১নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান মন্টু, জলমা ইউনিয়ন বিএনপি নেতা মো: কামরুল ইসলাম সানা, সমাজসেবক প্রনব কুমার বিশ্বাস, কৈয়া বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান আহাদ, কৈয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সাধারণ সম্পাদক আজিজ সরদার, হাফিজুর রহমান, রবিউল ইসলাম, মনা শেখ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন