রাজধানীর বসুন্ধরায় চলছে জাতীয় ফার্নিচার মেলা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আল আমিন
রাজধানীর কুড়িলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা। ‘আমার দেশ, আমার আশা—দেশীয় ফার্নিচারে সাজাব বাসা’ স্লোগানে আয়োজিত এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ৪৮টি শীর্ষস্থানীয় ফার্নিচার কোম্পানি।
মেলার তিনটি হলে—গুলনকশা (হল-১), পুষ্পগুচ্ছ (হল-২) ও রাজদর্শন (হল-৩)—মোট ২৭৮টি স্টলে প্রদর্শিত হচ্ছে দেশীয় আসবাবপত্রের আধুনিক নকশা ও উদ্ভাবনী পণ্য। সোফা, ড্রয়িং ও ডাইনিং টেবিল, আলমারি, ওয়ার্ডরোব, চেয়ার-টেবিল, দোলনাসহ নানা ধরনের পণ্য ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়ে বিক্রি হচ্ছে।
গত মঙ্গলবার মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, “দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ ও রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কে. এম. আখতারুজ্জামান।
ইপিবির ভাইস চেয়ারম্যান বলেন, “রপ্তানি আয় বাড়াতে বহুমুখীকরণের বিকল্প নেই। ফার্নিচার শিল্প কর্মসংস্থান ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সৃজনশীলতা, মান ও ডিজাইনে জোর দিতে হবে।”
অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, জেএমজি, নাভানা, অ্যাথেনাস, পারটেক্স, রিগ্যাল, লেগাসি, আয়ত ও ওমেগা। হাতিল ৫ শতাংশ ছাড়ে ১৫টির বেশি নতুন ডিজাইনের পণ্য প্রদর্শন করছে। ব্রাদার্স, রিগ্যাল ও নাভানা ফার্নিচার ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।
মেলায় ক্রেতা–দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রেতারা জানান, ছুটির দিনে আরও বেশি ক্রেতা সমাগম হবে বলে আশা করছেন।
ফার্নিচার শিল্পের উদ্যোক্তারা মনে করেন, এই মেলা শুধু বিক্রয় নয়, বরং দেশীয় পণ্যের রপ্তানি সম্ভাবনা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের একটি বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন