নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসে প্রদর্শনী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :তানসেন আলী মন্টু
হাত ধোয়ার নায়ক হোন- এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা স্টাফ কোয়ার্টারে অবস্থিত বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে র্যালি শেষে আলোচনা হয়।
উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাকের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব উল্লেখ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, উপজেলা সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ প্রমুখ।
উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক আরেফা সুলতানা লিপি, জাহিদুল ইসলাম, সালমা খাতুন, কল্পনা খাতুন, পল্টু সরকার, সাইফুল ইসলাম, তৃষ্ণা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শুভ্র বসাক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখিয়ে দেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন