নন্দীগ্রামে ফাতেমা ক্লিনিকসহ পাঁচ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
৭
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :মোঃ তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে অপচিকিৎসা ও অব্যবস্থাপনার অপরাধে ফাতেমা ক্লিনিকসহ পাঁচ প্রতিষ্ঠানের সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ব্যক্তি পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সার্বক্ষণিক আবাসিক চিকিৎসক না থাকা, পর্যাপ্ত ডিপ্লোমা নার্স না থাকা, প্রতিষ্ঠানের অনুমোদন নবায়ন না করা, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অপরাধে এ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত নন্দীগ্রাম পৌর শহরের ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ছিলেন বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন।
জানা গেছে, ব্যক্তি পরিচালিত অনেক ক্লিনিকে সার্বক্ষণিক আবাসিক চিকিৎসক থাকে না। প্রতিষ্ঠান অনুমোদনহীন, লাইসেন্স নবায়ন না করা, অপচিকিৎসা, ভুল অপারেশনে রোগীর মৃত্যু, দালাল চক্রের দৌরাত্ম্য ও রোগী বিড়ম্বনার অভিযোগ রয়েছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বগুড়ার স্বাস্থ্য সেবায় অব্যবস্থাপনা ও অপচিকিৎসা শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হলে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নন্দীগ্রাম পৌর শহরের পাঁচটি প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডিত প্রতিষ্ঠান- ফাতেমা ক্লিনিক ডায়গনস্টিক সেন্টার ১৫ হাজার টাকা, আল আকসা স্মার্ট ডায়গনস্টিক সেন্টার ১৫ হাজার টাকা, নিউ মডেল ক্লিনিক ৪০ হাজার টাকা, ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার ৪০ হাজার টাকা এবং সেবা হসপিটালের ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন