খুলনার দাকোপে মৎস্য চাষিদের সচেতনতায় প্রচারাভিযান সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
১৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যজীবি ও মৎস্য চাষিদের সচেতনতা বৃদ্ধি প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত। “জলবায়ু সহনশীল মাছ চাষে জীবন জীবিকায় সমৃদ্ধি আসে” এই শ্লোগানে বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপের বারুইখালী এলাকায় খোনা খাটাইল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সভাটি অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ সামছু উদ্দিন, দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শামিম হোসেন, উপজেলা ফিশারিজ অফিসার বিপুল কুমার সাহা। বক্তৃতা করেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর ড. রফিকুল ইসলাম খান, ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মাসুদুর রহমান, শিক্ষক সৌমিত্র কুমার বাইন, মনিশংকর বর্মন, মিতালী দেবী শিউলি, পার্থ প্রতীম রায়, মৃগাঙ্গ বাইন, মোঃ আবুল কালাম আজাদ, কুন্তল কুমার বর্মন এবং সালমান গাজী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের জাতীয় প্রশিক্ষক কিংকর চন্দ্র সাহা। এর আগে সকাল ৮ টায় কমিউনিটির সদস্যদের অংশ গ্রহনে খলিষা নদী তীরে প্রচার র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন