প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:২৫ এ.এম
রায়পুরা বিএনপির ঐক্যের প্রতীক হতে পারেন আব্দুর রহমান খোকন
এইচ এম জাকির হুসাইন নিজস্ব প্রতিবেদক
মন্তব্য কলাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক ও জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক আব্দুর রহমান খোকনের নাম এখন দলীয় নেতাকর্মীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দলের বর্তমান দুরাবস্থার প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন—রায়পুরা উপজেলা বিএনপিকে পুনরায় ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে সক্ষম একমাত্র ব্যক্তি তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুর রহমান খোকন দলে তার নিষ্ঠা, সাহসিকতা ও সংগঠনের প্রতি অবিচল আনুগত্যের পরিচয় দিয়েছেন। কারাবরণ, দমন-পীড়ন, মামলা-হামলা—কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি।
তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি রায়পুরা বিএনপির মাটি ও মানুষের নেতা।
দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, খোকনের নেতৃত্বে রায়পুরা বিএনপি আবারও পুরনো শক্তিতে ফিরে আসতে পারে। তার সততা, ত্যাগ ও সংগঠন পরিচালনার দক্ষতার কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ভালোবাসে ও বিশ্বাস করে।
তারা আশা করছেন, দল যদি তার মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার হাতে নেতৃত্বের দায়িত্ব দেয়, তাহলে রায়পুরা বিএনপি পুনরায় ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে পারবে।
মাসুদ রানা বাবুল
যুগ্ম আহ্বায়ক নরসিংদী জেলা জাসাস
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত