প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৬:৪১ পি.এম
খুলনার দাকোপের বাজুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন - স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া এস এন কলেজ মাঠে ১৫ অক্টোবর (বুধবার) বিকাল ৩ টায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শাকিল আহম্মেদ দিলু। উদ্বোধনী খেলায় বাগেরহাট আদাঘাট ফুটবল একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে জয়ী হয় সিটেবুনিয়া জিতেন্দ্রনাথ ফুটবল একাদশ। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আগামী ২৫ অক্টোবর (শনিবার) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিবেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, দাকোপ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এস এম শামীম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্যা রায়, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রসেন রায়, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল গাজী, বিএনপি নেতা মাইনুদ্দিন খান, আলামীন হোসেন রিংকু, ফয়সাল হোসেন, ছাত্রদল কলেজ আহবায়ক রিয়াজ মোরসেদ, বিএনপি নেতা হাফিজুল শেখ, মনির হোসেন, সেলিম শেখ, জিয়া গাজী, খালেদ ফরাজী প্রমুখ। সরদার জুলফিকার আলী জুলু'র সভাপতিত্বে খেলা পরিচালনা করেন সাইফুল ইসলাম বাবু ও সবুর সানা I
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত