রাকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন এক প্রার্থী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
-
৪
বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি :বেলাল হোসেন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” প্যানেলের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র এজিএস প্রার্থী ফজলে রাব্বি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।
এসময় সাংবাদিককদের প্রশ্নের উত্তরে নির্বাচন থেকে সরে দাড়ানো প্রসঙ্গে ফজলে রাব্বি বলেন, আমার ইশতেহারের সাথে ছাত্রদল সমর্থিত প্যানেলের ইশতেহার সমূহ সম্পূর্ণ মিলে যাওয়াতে আমি এই প্যানেলের এজিএস প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য, আজ (১৪ অক্টোবর) রাত ১০ টায় নির্বাচনী প্রচরণা শেষ হবে। আগামী ১৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন