প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৫২ এ.এম
ফুলপুর তারাকান্দার ভিতরে একজন যোগ্য নেতা
রবিউল হক বাবু ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি : যার হাসিতে ফুলপুর তারাকান্দার মানুষ হাসে সে আর কেউ নয় তিনি হচ্ছে ফুলপুর ও তারকান্দার গণমানুষের ভালোবাসার মানুষ মহিবুল হক টুটুল।
ফুলপুর তারাকান্দার ভিতরে একজন যোগ্য নেতা আছে, যাকে নিয়ে ফুল-তারা বাসি সবসময় গর্ববোধ করে।
চাঁদাবাদ সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে মহিবুল হক টুটুল রানা ছাড়া কোন বিকল্প রাস্তা নেই, টুটুল রানা একজন ন্যায়পরায়ন সৎ ভদ্র ক্লিন ইমেজের পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
ফুলপুর ও তারাকান্দার জনগন মনে করেন, "তারেক রহমান" এমন কাউকে টিকেট দিবেন না যে, নির্বাচনে জয়ী হতে পারবে না। মহিবুল হক টুটুল রানার হাতে ধানের শীষের টিকেট দিলে ফুলপুর তারাকান্দার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
টুটুল রানা একজন কর্মীবান্ধব, জনবান্ধন নেতা, ফুল-তারা মানুষের দীর্ঘ বিশ্বাস তাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফুলপুরের কৃতি সন্তান মহিবুল হক টুটুল রানাকে ফুলপুর তারাকান্দার ১৪৬ ময়মনসিংহ-২ আসন থেকে নমিনেশন দিবেন।
টুটুল রানা যদি নমিনেশন পায় তাহলে ফুলপুর তারাকান্দা থেকে অন্য কোন দল বিজয়ী হতে পারবে না ইনশাল্লাহ। ধানের শীর্ষ সব সময় জিতবে। যোগ্য নেতা মহিবুল হক টুটুল রানা ফুলপুর তারাকান্দার মানুষ এমপি হিসেবে দেখতে চাই আল্লাহ ভরসা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত