খুলনার দাকোপে প্রকল্প অবহিতকরণ সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
-
৫
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়াস কানাডা এর যৌথ অর্থায়নে পরিচালিত টুগেদার ফর টুমরো প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি এনজিও দলিত এ সভার আয়োজন করেন।
১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও দলিতের প্রোগ্রাম ম্যানেজার তপন কুমারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সিভিক এনগেজমেন্ক্যাট ফান্ড (সিইএফ) কর্মসূচীর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কনিগ, মোঃ নূরুল ইসলাম মোসাঃ লাইলা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লাউডোব ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নিহার রঞ্জন রায়, প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, বানিশান্তা প্যানেল চেয়ারম্যান এনায়েত শরীফ, বাজুয়া প্যানেল চেয়ারম্যান অসিম কুমার রায় প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন