প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৫:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১০:১৮ এ.এম
“আমার কণ্ঠ, আমার অধিকার” — লিঙ্গভিত্তিক সহিংসতা ও নারীর নেতৃত্ব নিয়ে সচেতনতা সেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: মো: আল-আমীন আহমেদ
ময়মনসিংহ, ১৩ অক্টোবর ২০২৫:
নারীর অধিকার, নিরাপত্তা ও নেতৃত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “আমার কণ্ঠ, আমার অধিকার” শীর্ষক এক কমিউনিটি সেশন অনুষ্ঠিত হয় ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপিন চন্দ্র বিশ্বাস, উপসচিব ও উপ-পরিচালক, স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাবা নাজনীন সুলতানা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ;
জনাব মো: আনোয়ার হোসেন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ;
জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পাটগুদাম উচ্চ বিদ্যালয়; এবং
জনাব ইমন সরকার, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (আস্থা প্রকল্প) ময়মনসিংহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস মিলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, প্রতিজ্ঞা যুব সংগঠন;
এবং সঞ্চালনা করেন মো: মামুন মিয়া, সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন।
সেশনে বক্তারা লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে টেকসই উন্নয়ন অর্জনের জন্য নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে প্রতিজ্ঞা যুব সংগঠন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত