1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল আজকে শুক্রবার নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়ন আখালিয়া গ্রামে মরহুম হাজী এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ঘোগাদহে সংঘবদ্ধ চক্রের হাতে সাংবাদিক জিম্মি, মুক্তিপণ দাবির অভিযোগ মরহুম হাজী এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং আগামী ১০/১০/২০২৫ ইং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নরসিংদীতে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের কঠোর অভিযান অব্যাহত নরসিংদীর রায়পুরা হাসনাবাদ বাজারে ঊষধের দোকানের ভিতরে নাবালিকা কে ধর্ষণের চেষ্টা,মামলায় পুলিশের তাল-বাহানা, নরসিংদীতে “জিনের বাদশা” কবিরাজ মান্নানের প্রতারণা — ভিজিট ৫০০ থেকে ১০০০ টাকা সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের অবস্থান দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ পরিদর্শনে খুলনা জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু

ঝিনাইগাতীতে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আসন্ন আহ্বায়ক কমিটিতে মো. আব্দুল মান্নানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তেরর কর্মীবৃন্দের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।

বিকাল চারটার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ফখরুজ্জামান রায়হান মেম্বার। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মো. আব্দুল মান্নান একজন ত্যাগী, পরীক্ষিত এবং জনবান্ধব রাজনীতিক। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে আসছেন। তৃণমূলের আস্থাভাজন এই নেতাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করলে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং দলীয় কার্যক্রম গতিশীল হবে।

এ সময় বক্তারা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, তৃণমূলের মতামতকে মূল্যায়ন করে মো. আব্দুল মান্নানকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য।

সভায় ও বিক্ষোভ মিছিলে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদল, মৎস্যজীবিদল, প্রজন্ম দলের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মো. আব্দুল মান্নান ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে ১৯৯০ সালে ঝিনাইগাতী শহর শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৩ সালে উপজেলা যুবদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২০১০ সালে উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবদলের সভাপতি নির্বাচিত হয়। ২০১৩ সালে উপজেলা যুবদলের সভাপতি থাকাবস্থায় উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। ২০১৪ সাল থেকে পর পর দুইবার জেলা বিএনপি’র সদস্য পদে মনোনীত হন। ২০১৭ সালে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২১ সালে পুনরায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন। পরে আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক মৃত্যুবরণ করায় তিনি উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট