প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ২:৪০ পি.এম
সরকারি চাকুরী জিবী কর্তৃক মসজিদের জায়গায় জোর পুর্বক প্রাচীর নির্মাণ
শ্পেশাল প্রতিনিধিঃমোঃআব্দুর রহিম
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কাজিপুর পৌরসভার বেড়িপোটল গ্রামে ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানাযায় ২০১৯ সালে মসজিদের সামনে ৭ শতক জমি ক্রয় বিক্রয় হয় যাহা মসজিদের সীমানার বাহিরে। জমি বিক্রেতা আলহাজ্ব জহুরুল ইসলাম বলেন বেড়িপোটল নিউ মডেল জামে মসজিদ নির্মান কালে আলহাজ নিজাম উদ্দিন সাহেব আমার ভাইদের নিকট থেকে প্রায় ১৭ শতাংশ জমি ক্রয় করে মসজিদ নির্মান কাজ শুরু করে আর্থিক সমস্যার কারনে মসজিদ কমিটির সহযোগিতায় ৭ শতাংশ জমি বিক্রয় করে যাহা আমি ক্রয় করি উক্ত জমির দক্ষিণ পুর্বাংশ থেকে মসজিদের সীমানার বাইরে ততসংগে আমার নিজস্ব জমি ২ শতাংশ মসজিদ সংলগ্ন।আমার ক্রয়কৃত ৭ শতাংশ জমি বিক্রয় করি দক্ষিণ পুর্বাংশ থেকে। বাকি ২ শতাংশ জমি ( মসজিদ সংলগ্ন) মসজিদে দান করি। ৭ শতাংশ জমি বিক্রয় করি বীর মুক্তিযোদ্ধা তোজাম্মল হক ও তার মেয়ে জিয়াসমিন খাতুনের নিকট। জিয়াসমিনের স্বামী মোঃ সোহেল রানা পিতা আঃ হামিদ আলমপুর চৌরাস্তা। সোহেলরানা পাইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক ও মোঃ নজরুল ইসলাম চীপ মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান সিভিল সার্জন অফিস সিরাজগঞ্জ উভয়ের যোগ সাজসে জোর পুর্বক নিজস্ব ক্রয়কৃত জমি নিদ্রিষ্ট জায়গা না নিয়ে মসজিদের জায়গায় প্রাচীর নির্মাণ করেছে এবিষয়ে গ্রামবাসী, মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক নাজিম, মসজিদ কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান, খন্দকার রফিকুল ইসলাম, মসজিদের মুয়াজ্জিন মোঃ নজরুল ইসলাম,খাদেম মোঃআবুল কাশেম সহ অর্ধশতাধিক মুসুল্লিরা ক্ষুব্ধ হয়ে জোর দখল কারীদের প্রতি তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। সেই সংগে কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার ও মাননীয় সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি কামনা করেন দ্রুত ব্যাবস্থা গ্রহনের জন্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত