প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৫:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১:১২ পি.এম
বন্দরে ভূমিদস্যু, মাটি খেকু লিটন কি আইনের উর্দ্ধে?
বন্দর প্রতিনিধি // নারায়ণগঞ্জ ওসমান পরিবারের দোসর হুমায়ন কবির লিটন। জাতীয় পার্টির সক্রিয় রাজনৈতিক নেতা লিটন। বন্দরের দাসেরগাও এলাকার জাতীয় পার্টির নেতা লিটন কি অপারেশন ডেভিড হান্ট অভিযানে পড়ে না। স্বৈরাচারী সরকারের দোসর লিটনের নানামুখী বিতর্ক ভিষিয়ে তুলেছে এলাকাবাসীকে। আর এস হাই ফ্যাশন,, এর জমি দখলদারি নিয়ে অভিযুক্ত হুমায়ুন কবি লিটনের একটি ওয়ারেন্ট আছে, আর আর এস হাই ফ্যাশনটা দাসেরগাও বন্দরের দাসেরগাও লিটনের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে উল্টো মারধরের শিকার হয়েছে। দেউলী চৌড়াপাড়া এলাকার পাওনাদার রাসেল মিয়া পাওনা ৩ লাখ টাকা চাইতে যায় দাসেরগাও এলাকার লিটনের কাছে। রাসেল টাকা আনতে গিয়ে উল্টো মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ করেও ৩০ ঘন্টায়( এ রির্পোট লেখা পযন্ত যায়নি) পুলিশ ঘটনাস্থলে যায়নি বলে বাদী রাসেল মিয়া জানান।
লিটনের বিরুদ্ধে দেশেরগাও মাইন এক্সেসরিজ এর সাথে জমি দখলের মামলা রয়েছে। অভিযুক্ত হুমায়ুন কবির লিটন, জমি ব্যবসার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যাক্তিকে নিঃশ্ব করেছে৷ অভিযুক্ত হুমায়ন কবির লিটনের বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত