প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৫:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১:২২ পি.এম
বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন
বগুড়া প্রতিনিধি:তানসেন আলী মন্টু
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করবে ৫০ জন প্রশিক্ষণার্থী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফসর ড. অনুপম হোসেন।
উপস্থিত ছিলেন বেসবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম, নাইমুল হক, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মমিনুর রশিদ শাইন, খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল, মোশাররফ হোসেন মিশু প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত