প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ১:২৮ পি.এম
টাঙ্গাইলের গোপালপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মত বিনিময় সভা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :তাজলিমা খাতুন
"পুস্তক সমিতির নীতিমালা মানবো,বই ব্যবসার সমৃদ্ধ আনবো"-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ফারিয়া কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৮ অক্টোবর এই মত বিনিময় সভায় উপজেলা বাপুস আহবায়ক অধ্যাপক কে.এম.শামীমের সভাপতিত্বে সদস্য সচিব মির্জা ছনির সঞ্চালনার ভূমিকায় থাকেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বাপুস সভাপতি মো.শহিদুল ইসলাম খান, প্রধান আলোচক ছিলেন বাপুস সম্পাদক মো. ইমরুল ভূইয়া,বাপুস কোষাধ্যক্ষ নীতি মালা বাস্তবায়ন কমিটির আহবায়ক উদ্বোধক মো.মোর্শেদ আলী খান মাসুম,অতিরিক্ত সম্পাদক মো.আরশাদ হোসেন , যুগ্ম সম্পাদক মো.সাজ্জাদ হোসেন, উপজেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.নূরুল ইসলাম,সদস্য সচিব ফারুক আহমেদ, সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল বাপুস-এর সিনিয়র সহ সভাপতি মো.খায়রুল ইসলাম, সম্মানিত সদস্য মো.তারা মিয়া।
উপস্থিত সকলে ও জেলা নেতৃবৃন্দ উপস্হিত পুস্তক ব্যবসায়ীরাদের কথা
ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান করেন।
মো.শহিদুল ইসলাম খান শিক্ষার্থীদের নিকট সূলভ মূল্যে বই বিক্রি করার আহবান জানান।
মো.ইমরুল ভূইয়া বলেন সহায়ক বই সমূহ যাতে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে পৌছে সেই বিষয়টি গুরুত্ব সহ কারে দেখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক কে.এম.শামীম ফারিয়া কার্যালয় ব্যবহার ও এখানে মিটিং করার অনুমতি প্রদানের জন্য জাসাস ও ফারিয়ার সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়াও ফারিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জাসাস ও ফারিয়া সভাপতি শাহানুর আহমেদ সোহাগকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং স্হানীয় ব্যবসায়ীরা উপস্হিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে বলে সকলের প্রতি শুভকামনা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অভিযান নিউজ টিভি সংবাদ টাঙ্গাইল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত