1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরা হাসনাবাদ বাজারে ঊষধের দোকানের ভিতরে নাবালিকা কে ধর্ষণের চেষ্টা,মামলায় পুলিশের তাল-বাহানা, নরসিংদীতে “জিনের বাদশা” কবিরাজ মান্নানের প্রতারণা — ভিজিট ৫০০ থেকে ১০০০ টাকা সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের অবস্থান দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ পরিদর্শনে খুলনা জেলা বিএনপি নেতা শাকিল আহম্মেদ দিলু দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান সরকারি চাকুরী জিবী কর্তৃক মসজিদের জায়গায় জোর পুর্বক প্রাচীর নির্মাণ টাঙ্গাইলের গোপালপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মত বিনিময় সভা মান্দায় অবৈধ করাতকলে মোবাইল কোর্টে জরিমানা বগুড়ায় বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন খুলনার দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ, তলিয়েছে হাজার বিঘার আমন, বিপাকে এলাকাবাসী

খুলনার দাকোপের বটবুনিয়ায় দুই দিনেও মেরামত হয়নি ঢাকী নদীর বাঁধ, তলিয়েছে হাজার বিঘার আমন, বিপাকে এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার

নদীর অস্বাভাবিক জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া বাঁধ দুই দিনেও মেরামত সম্ভব হয়নি। এতে খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের অধিকাংশ গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। মৎস্যঘের, সবজির সঙ্গে সোয়া দুই হাজার বিঘার আমন ধান সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ঢাকী নদীতে অস্বাভাবিক জোয়ারে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে দাকোপ উপজেলার ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে যায়। তীব্র পানিপ্রবাহ ও পানি না কমায় দুই দিনেও সেটি সংস্কার সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। তিলডাঙা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, ভাঙনস্থলে ইতিমধ্যে বালু ও জিও ব্যাগ ফেলা হয়েছিল। কিন্তু পানির তীব্র চাপে বাঁধ আটকানো সম্ভব হয়নি। আমরা পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিচ্ছি। ইতিমধ্যে পানি ইউনিয়নের ৭-৮টি গ্রামে প্রবেশ করেছে। দুই হাজারের বেশি আমন ধান তলিয়ে গেছে। সবজি ও অন্যান্য ফসল নষ্ট হচ্ছে। বাড়ি-ঘরে পানি ঢুকে পড়ায় মানুষ বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে নারী-শিশুদের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, আজও (বৃহস্পতিবার) বাঁধ সংস্কার করা সম্ভব হবে না। জোয়ারের পানি কমলে মাত্র কয়েকঘণ্টা বাঁধের কাজ করা সম্ভব। স্থানীয়রা জানান, জোয়ারের পানি ঢুকে ইতিমধ্যে দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলাবুনিয়া, মশামারী, গড়খালী, বটবুনিয়া ও কাঁকড়া বুনিয়া গ্রাম প্লাবিত হচ্ছে। পানি ঢুকে গেছে নিশানখালী বিলে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম জানান, পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের চেষ্টা করছে। কিন্তু জোয়ারের পানির চাপ বেশি হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব বাঁধটি আটকানো হবে। এদিকে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌহিদুর রহমান বৃহস্পতিবার ভাঙন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি ও উপজেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হবে আশ্বস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট