হিজলায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আটক ৭
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

আলমগীর হোসাইন বরিশাল হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মূল মেঘনা নদীর আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে অংশ নেওয়া মৎস্য অধিদপ্তরের একটি স্পিডবোট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে কোস্ট গার্ড হিজলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল আলীগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জেলেরা দা ও দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ কোস্ট গার্ডের কয়েকজন সদস্য আহত হন।
পরে কোস্ট গার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাতজন জেলেকে আটক করে এবং ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
অভিযানে নেতৃত্ব দেন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম ও হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
মোহাম্মদ আলম বলেন, “নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে ইলিশ ধরার খবর পেয়ে অভিযান চালাই। কিন্তু কিছু বিক্ষুব্ধ জেলে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে কোস্ট গার্ডের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”
কোস্ট গার্ড কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ অভিযানে নদ-নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন