1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে ১০ দিনের ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা)- সফল সমাপ্তি ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ নারায়ণগঞ্জ বন্দর ২২ নং ওয়ার্ড নুরবাগ এলাকা থেকে মসজিদ কমিটি অভিযান নন্দীগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া  কালিনগর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ শেরপুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে ২ জনকে আটকের পরে মুচলেকায় মুক্তি নরসিংদীতে আবারও ভূমিকম্প — বিকেল ৪টা ১৫ মিনিটে কেঁপে উঠল জেলা নন্দীগ্রামে ধান ৩৪ টাকা ও চাল ৫০ টাকায় কিনবে সরকার ঝিনাইগাতিতে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ‘২৭তম বুনিয়াদি প্রশিক্ষণ’ সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত ২৮নভেম্বর কুমিল্লায় আসছেন জৈনপুরী পীর আল্লামা শাহ্সুফি ফাররুখ ছেয়ার সিদ্দিকী আল কুরাইশী

মধ্যনগরে  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন  বিএনপির মনোনয়ন প্রত্যাশী  ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের নবগঠিত মধ্যধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  বুধবার বিকালে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়েে এসে মতবিনিময় করেন সুনামগঞ্জ-১  ( ধর্মপাশা,  জামালগঞ্জ, তাহেরপুর   ও মধ্যনগর) আসনের  বিএনপির মনোনয়ন প্রত্যাশী গন মানুষের প্রিয় নেতা  ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। তিনি  বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তির মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়নের মধ্য দিয়ে একটি স্বনির্ভর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।  দেশপ্রেমিক, সুশিক্ষিত ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুনামগঞ্জ-১ আসনের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওর উন্নয়নই হবে আমার অগ্রাধিকার। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।তিনি আরও বলেন, শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং হাওরের ফসলরক্ষা বাঁধ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পরিকল্পিতভাবে কাজ করা হবে। হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে; তাই মৎস্য নীতিমালার আওতায় দেশীয় মাছের অভয়াশ্রম গড়ে তুলে হাওরকে আবারও মৎস্য ভান্ডার হিসেবে ফিরিয়ে আনা আমার স্বপ্ন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন জানান, তিনি শুধু প্রবাসজীবনে নয়, বরং দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে দেশের মাটিতেও সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ সাংগঠনিক ও নেতৃত্বের অভিজ্ঞতা তাঁকে আজ আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। স্থানীয়দের মতে, প্রবাসে অর্জিত অভিজ্ঞতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ব্যারিস্টার লিটন হাওরাঞ্চলের উন্নয়ন, কর্মসংস্থান ও জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন। তরুণ প্রজন্মের বিশ্বাস, তিনি নিজের বৈশ্বিক অভিজ্ঞতাকে অঞ্চলের বাস্তবতায় প্রয়োগ করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ব্যারিস্টার লিটন বর্তমানে দলের চেয়ারপারসনের নির্দেশনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে মাঠে কাজ করছেন। তিনি বলেন, আমার পরিবার সবসময় জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার বাবা ও বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জনগণের ভালোবাসা ও দলের সমর্থন থাকলে আমিই পারব সুনামগঞ্জ-১ আসনের মানুষের প্রত্যাশা পূরণ করতে।

সভা শেষে সাংবাদিকদের উদ্দেশে ব্যারিস্টার লিটন বলেন, আপনারা হাওরপাড়ের মানুষের কণ্ঠস্বর। আপনাদের লেখনীর মাধ্যমে তাদের কষ্ট ও স্বপ্ন জাতির সামনে তুলে ধরুন। হাওরাঞ্চলের উন্নয়ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। মনে রাখবেন, আমি আপনাদেরই আপনজন। এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন,  মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি  আব্দুল আউয়াল মিজবাহ, সহ সভাপতি  আব্দুল কাদির, সাধারণ সম্পাদক, আল-আমীন তালুকদার সহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট