নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার জনপদে লাগলো উন্নয়নের ছোঁয়া
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
-
৮
বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :মোঃ তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার গ্রামীণ জনপদের মুক্তি মিলছে। অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা কাঁচা থেকে সোলিং, সিসি ঢালাই, মাটির রাস্তা সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া।
উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের জনপদে উন্নয়ন বঞ্চনার পর গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী। যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ায় জনগোষ্ঠীর দুর্ভোগ থেকে মুক্তি মিলছে।
গতকাল মঙ্গলবার ভাটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহাবুর রহমান। মাটিহাঁস মন্ডলপাড়া পাকা রাস্তা থেকে লিটনের বাড়ির দিকে রাস্তা দীর্ঘ উন্নয়ন বঞ্চনায় দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।
সিসি ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তাছুর রহমান তোতা।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পান মাহাবুর রহমান। তার প্রচেষ্টায় গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। সকল কাজে অনিয়ম ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করেছেন। এলাকাবাসীর উপস্থিতিতে উন্নয়ন কার্যক্রম করায় প্রশংসা কুড়াচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন