রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
-
১৪
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী সেনা ক্যাম্পের ছাদে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭) ও সেনা ক্যাম্পের ধোপা হাসিব খান (১৯)। তথ্য সুত্রে জানা গেছে, সেনা ক্যাম্পের ছাদে কাজ করার সময় বিদ্যুৎ লাইনে স্পর্শ লাগলে তারা দুজন গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন