বন্দরে হোসেয়ারী কর্মী আলমগীর হোসেন খুন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
-
১১
বার পড়া হয়েছে

হোন্ডা অপহরণকে কেন্দ্র করে বন্দর শাহী মসজিদ এলাকায় আলমগীর নামে একজনকে খুন করা হয়েছে। গতকাল বিকাল ৫ টায় শাহীমসজিদ ও বারইপাড়ায় এলাকার কিছু ছেলে আলমগীরকে তুলে নিয়ে যায়। বারইপাড়ার জোড়া পুকুরের সামনে তাদের মধ্যে দস্তাদস্তি হয়। দস্তাদস্তির সময়ে আলমগীরের মাথা পাশের দেয়ালে সজোরে ধাক্কা দিলে তার মাথা ফেটে যায়।রক্তাক্ত আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।আলমগীর একজন হোসেয়ারী কর্মী। তিনি শাহী মসজিদ এলাকার মালেক সাহেবের বাসার ভাড়াটিয়া ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন