1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

শাল্লায় বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি৷ মোঃ দিলুয়ার হোসেন

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শাল্লায় বিজয়া দশমীতে নারীরা দেবী দুর্গাকে সিঁদুর অর্পন করেন। এটি মূলত স্বামীর মঙ্গল কামনায় করা হয়ে থাকে।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়। শাল্লায় হাওর অঞ্চল হওয়ার কারণে প্রতিমা হাওর বা নদীতে বিসর্জন দেওয়া হয়। রড় নৌকায় শোভাযাত্রার মাধ্যমে উলু, শঙ্খধ্বনীতে, ঢাকঢোল, কাঁসর, ঘন্টায় মুখরিত হয়ে উঠে চারপাশ। ভক্তরা ‘বলো দুর্গা মাই কি’ জয় এই শ্লোগান দিয়ে প্রতিমা বিসর্জ্জন দেন। এছাড়াও রেকর্ডে বাজতে থাকে বিভিন্ন ধরনের গান।প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানা অফিসার ইনচার্জ শফিকুর ইসলাম ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দছাড়াও উপস্থিত ছিলেন সচেতন মহলের অনেকে।শাল্লা কালীমন্দির পূজাঁ কমিটির আয়োজনে এ বছর ও সার্বজনীন দূর্গা পূজা অত্যন্ত শ্রদ্ধা, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে শাল্লা সদরস্থ পূজাঁ উদযাপিত হচ্ছে। দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ সহ অন্যান্য পূজামন্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, আমরা সুন্দরভাবে পূজা শেষ করতে পেরে প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের পূজার বিভিন্ন অনুষ্ঠানে উনাদের উপস্থিতি সবচেয়ে বেশি আনন্দদায়ক ছিল।সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমরা শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, যৌথবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি পূজামন্ডপ সার্বক্ষণিক মনিটরিং করেছি। শাল্লার কোন পূজায় আইন শৃঙ্খলার কোন অবনতি হয়নি। এছাড়াও পূজায় দায়িত্বশীল সবাই খুব এক্টিভ ছিল। শাল্লায় সুশৃঙ্খলভাবে সর্বজনীন দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।গত ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে এবার দুর্গাপূজা শুরু হয়। এ বছর সুনামগঞ্জ জেলায় মোট ৪২৪টি মন্ডপের মধ্যে শাল্লায় ৩২টি মন্ডপে দুর্গাপূজা সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট