প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১:০৪ পি.এম
হিজলায় পূজামণ্ডপে রাজিব আহসানের শুভেচ্ছা বিনিময়
হিজলা প্রতিনিধি আলমগীর হোসেন
বরিশালের হিজলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বুধবার বিকেলে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজার ও মাউলতলা শ্রী শ্রী সর্বজনীন দূর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ওই মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ১৩ জন বিএনপিতে যোগদান করেন।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমির হোসেন বাঘা, ছাত্রদল সভাপতি মহসিন সিকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
রাজিব আহসান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনো ভেদাভেদ নেই। মসজিদে আজান আর মন্দিরে পূজা—এটাই বাংলাদেশ।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত