প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ১১:১৭ এ.এম
ফুলপুরে জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও মারধর
এস. এম. কে. মিজান,ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুর থানার বওলা ইউনিয়নের সুতারপাড়া মহদীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে।সরেজমিনে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর (রবিবার) স্থানীয় এলাহী নেওয়াজের ছেলে হারুন ও তার সহযোগীরা অতর্কিতভাবে মতিন খান ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় তারা বাড়িঘরে ভাঙচুর করে এবং লাঠিসোটা দিয়ে মারধর করে আহত করে। ঘটনায় মতিন খানের ছেলে সাইফুল ইসলাম পাপ্পু গুরুতর আহত হন। বর্তমানে ভুক্তভোগী আব্দুল মতিন ও তার ছেলে সাইফুল ইসলাম পাপ্পু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর আহতদের পরিবার বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।স্থা নীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত