প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৭:২৩ এ.এম
টাঙ্গাইলের ধনবাড়িতে বিএনপি নেতাদের পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:তাছলিমা খাতুন
ধনবাড়ি উপজেলার ২নং বানিয়াজান ইউনিয়নের বিএনপির সভাপতি শফিকুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন নাথুরপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।গতকাল রাতে তারা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাহবুব আনাম স্বপন ফকিরের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অনুদান গ্রহণ করে বিএনপি নেতাদের ধন্যবাদ জানান এবং ধর্মীয় সম্প্রীতির এ উদ্যোগকে স্বাগত জানান।বিএনপি নেতৃবৃন্দ বলেন, “বিএনপি সবসময় সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকে। আমাদের লক্ষ্য হচ্ছে দেশে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করা।”এ সময় পূজা মণ্ডপ এলাকায় স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। তারা বিএনপি নেতাদের এ উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবমুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করে নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত