1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা—শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঃ সুনামগঞ্জে শাল্লায়  হাওর  ফসল রক্ষা  বাধেরকাজের উদ্বোধন  কাজিপুরে পৌর ইন্জিনিয়ার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা নন্দীগ্রামে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সেমিনার “আমি শুধু দলের এমপি হতে চাই না, শেরপুরের প্রতিটি মানুষের এমপি হতে চাই”- হাফেজ রাশেদুল ইসলাম নরসিংদীতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লাইসেন্স বিহীন সয়াবিন তেল ফ্যাক্টরিতে মোবাইল কোর্টে (এক লক্ষ টাকা) জরিমানা শাল্লায়  বুদ্ধিজীবী দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানহাঁটিতে শনিবার রাতে আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন শেরপুর-৩ আসনের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বাকৃবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নন্দীগ্রামে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আতঙ্ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে জঙ্গল থেকে রিপন আকন্দ (৪৫) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যার পর লাশ গুম করে দুর্বৃত্তরা। ভাড়ায় ভাড়ায় চালিত ইজিবাইকের সন্ধান মেলেনি। এ উপজেলায় হঠাৎই নৃশংস ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

গতকাল মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন আকন্দ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি এলাকার বদিউজ্জামানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, রিপন রাতভর ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে ফিরতেন ভোর-সকালে। ঘটনার দিন রিপন বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। শঙ্কায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

স্থানীয়রা জানান, সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের জঙ্গলে লাশ দেখে পুলিশে খবর দেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে। হত্যা ও ছিনতাই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ছায়া তদন্তে নেমেছে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত রিপনের ভাই নান্নু মিয়া বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে রিপন ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয়। ঘটনার দিন গাড়িদহ থেকে তিনজন যাত্রী নেয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নুন্দহ মাদ্রাসা এলাকায় রিপনের লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করে লাশ গুম করতেই সেখানে ফেলে গেছে। হত্যার পর ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে খুনিরা। নৃশংস এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে পরিবার।

নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাকের কাছে রক্ত ছিল। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ভিকটিম ইজিবাইক চালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট