#গ্রেফতার_সাবেক_এমপি_মেয়র লোকমানের স্ত্রী তামান্না নুসরাত বুবলী
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
-
১৭
বার পড়া হয়েছে

এইচ এম জাকির হুসাইন নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ (এমপি) ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের (৩২৪) সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।
রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নরসিংদী পৌরসভার প্রয়াত সাবেক মেয়র লোকমান হেসেনের স্ত্রী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটিতে সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তামান্না নুসরাত বুবলিকে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য করা হয়।
#সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার
একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নরসিংদীতে পৌর মেয়র প্রয়াত লোকমান হেসেনের স্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলি সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন।
বুবলীর স্বামী নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে খুন হন।
বুবলীকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের একটি বলয় রয়েছে। তার স্বামী লোকমান দলীয় কোন্দলে খুন হন। তিনি বেশ জনপ্রিয় ছিলেন। স্বামীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতি করছেন বুবলী।
২০১৯ সালের ২৬ নভেম্বর আত্মহত্যার হুমকির স্ট্যাটাস দিয়ে সরিয়ে নিয়েছিলেন বুবলী। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুণ্ন করার দায়ে নরসিংদীর সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল। একই সঙ্গে দল থেকে তাকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল জেলা আওয়ামী লীগ। এছাড়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বুবলী। দুই সন্তানসহ আত্মহত্যার হুমকি দেন তিনি। তবে পরে তিনি স্ট্যাটাসটি প্রত্যাহার করে নেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন