শহর সমাজ সেবা কার্যালয়ের, স্বেচ্ছাসেবী সংগঠনের, দ্বিতীয় দিনের, দূর্গা মন্ডলের পরিদর্শন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১৮
বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:মোঃ নাজির খান
২৯ শে সেপ্টেম্বর ২০২৫,শহর সমাজসেবার কার্যালয়ের, অফিসার সাইফুল ইসলামের, নেতৃত্বে, নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে পরিদর্শন করেন বিভিন্ন দুর্গা মন্ডল,
নেতৃত্ব দিয়েছেন, সাইফুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার,
মোহাম্মদ ইমরান শহর সমাজসেবার কর্মকর্তা,
পারভিন আক্তার, আঞ্জুমান সংস্থার, নির্বাহী সদস্য,
লিপি খন্দকার, সাবেক কাউন্সিলর প্রার্থী,
কাজল আক্তার, পারভিন বেগম, নুরজাহান ঋতু, অক্ষয় নারীর নেতৃবৃন্দ,
খসরুরুমান, মুসলিম একাডেমীর,
রেজিনা মাহবুবা,
মোহাম্মদ আল-আমিন,
বধির সংস্থার, উপদেষ্টা মন্ডলী,
সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,
নিতাইগঞ্জ সার্বজনীন দুর্গা পূজা মন্ডলে, শ্রী সুভাষ সাহার সাথে সাক্ষাৎ করেন পরিদর্শনের নেতৃবৃন্দ, তাহাদের সাথে মতবিনিময় শেষে, সকল নেতৃবৃন্দদেরকে মিষ্টি বিতরণসহ চা আপ্যায়ন করেন,
সকল নেতৃবৃন্দ পরবর্তীতে, শ্রী শ্রী বলদেব জিওর আঘড়া শিব মন্দিরে, নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে, এবং তাহাদের আইনশৃঙ্খলা প্রস্তুতি জানতে চান অফিসার শহর সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, এবং তাহাদের পরিদর্শন বইতে স্বাক্ষর প্রদান করেন,
সর্বশেষে কাচারি গলি সার্বজনীন পূজা কমিটিতে, পরিদর্শন ও মতবিনিময় করেন,
এবং তাহাদের দুর্গ াপূজা পালন করতে কোন সমস্যাবলী হয় কিনা জানতে চাইলে, তাহারা সুশৃঙ্খলের প্রতি সন্তুষ্ট হয়ে সুন্দর পূজা যাপন করছেন বলে জানান।
মোহাম্মদ সাইফুল ইসলাম শহর সমাজসেবার অফিসার, আগামী দিনের পরিদর্শনের কর্মসূচি সকলকে জানিয়ে আজকের জন্য পরিদর্শন সমাপ্ত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন