ভূমিদস্যুদের কবল থেকে খাস জমি উদ্ধারে হিজলায় মানববন্ধন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
২১
বার পড়া হয়েছে

বরিশাল হিজলা প্রতিনিধি :আলমগীর হোসেন
বরিশালের হিজলা-মেহেন্দিগঞ্জ সীমান্তবর্তী আন্ধার মানিক ইউনিয়ন সংলগ্ন হিজলা উপজেলার ৩ নং খুন্না গোবিন্দপুর মৌজার খাস জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে “ন্যায্য হিস্যা উদ্ধার কমিটি” ও স্থানীয় জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ উঠে, আন্ধার মানিক ইউনিয়নের চিহ্নিত ভূমিদস্যু হারুন দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান ও রায়হান দেওয়ান জোরপূর্বক জমি দখল, মামলা ও নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছে। বক্তারা জানান, বন্দোবস্তকৃত খাস জমির ন্যায্য হিস্যা প্রকৃত মালিকরা না পেয়ে ভোগান্তিতে রয়েছেন।
মানববন্ধনে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এলাকার সাধারণ মানুষ যেন ন্যায্য জমি পায় এবং দখলবাজদের হাত থেকে মুক্তি পায়, সেজন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন