ভালুকায় শুরু হলো শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর আনুষ্ঠানিকতা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১৮
বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ভালুকা, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহা সপ্তমীর পূজা আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরেই সকাল থেকে চলছে সপ্তমীর আনুষ্ঠানিকতা। ভালুকার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরেও যথাযথ ধর্মীয় আচার–অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। চণ্ডী ও মন্ত্রপাঠ, দেবী দর্শন, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার নানা আয়োজন।প্রথা অনুযায়ী সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান ও ধান— এই নয়টি গাছের পাতা কলাগাছের সঙ্গে বেঁধে বধূর সাজে অলঙ্কৃত করে দেবী প্রতিমার পাশে স্থাপন করা হয়, যা ‘কলাবউ’ নামে পরিচিত। নবপত্রিকা দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক হিসেবেই পূজিত হয়। নবপত্রিকা প্রবেশের পর অনুষ্ঠিত হয় দেবীর মহাস্নান।শাস্ত্র অনুযায়ী মহা সপ্তমীতে ষোড়শ উপাচারে দেবীর পূজা সম্পন্ন হয়। এ সময় ভক্তরা দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, ফুল, চন্দন, ধূপ ও দীপ নিবেদন করেন। সকালে দেবী দুর্গার চক্ষুদানও সম্পন্ন হয়।এ বছর দেবী দুর্গা ভক্তদের কষ্ট দূর করতে মর্ত্যে এসেছেন গজে (হাতি চড়ে) এবং বিদায় নেবেন দোলায় (পালকি চড়ে)। ভালুকার মল্লিকবাড়ি, উথুরা, কাচিনা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ ও শুদ্ধভাবে চলছে পূজার আনুষ্ঠানিকতা।এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীতে প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা, কল্পারম্ভ, বিহিত পূজা এবং অধিবাসের মাধ্যমে দেবীর মর্ত্য আগমনের অনুষ্ঠান সম্পন্ন হয়।আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে শারদীয় দুর্গোৎসব।ভালুকার বিভিন্ন এলাকা মল্লিকবাড়ি, উথুরা, কাচিনায় দেখা যায় শুষ্ঠভাবে চলছে পূজার আনুষ্ঠানিকর কাজঅশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয় সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। রবিবার (২৮ সেপ্টেম্বর) ছিল মহা ষষ্ঠী। ষষ্ঠীতে প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার বোধান হয়। সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে দেবীর মর্ত্য আগমনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন