নরসিংদী-৪ আসনের এমপি হুমায়ূনের ইন্তেকাল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
১৩
বার পড়া হয়েছে

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন দীর্ঘদিন ধরেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন