ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই নারী! তাই দেশ জাতি তথা সমাজ উন্নয়নে অংশগ্রহণের জন্য নারীদের সব ধরনের সুযোগ-সুবিধা সমভাবেই দিতে হবে। নারী উন্নয়ন পশ্চাৎপদ রেখে সার্বিক উন্নয়ন আশা করা যায় না। দেশের সমৃদ্ধি আনতে আমাদের প্রতিটি কাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রকাঠামো মেরামতে আমাদের নেতা জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে পৃথক পৃথক আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, বিএনপির সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল।
জেলার ঝিনাইগাতী উপজেলার তিনানি বাজারে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এবং শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার বনগাঁও নতুন বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জেবুন্নেছা হক কোহিনুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে ধানের শীষের সমর্থনে এসব কর্মীসভা থেকে শুরু করে বর্তমানে সকল কার্যক্রম করছি। আর আগামী নির্বাচনে এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে যথাযথ ভাবে কাজ করতে হবে। মনে রাখবেন আমরা সবাই ধানের শীষের কর্মী। নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। তবে, আপনাদের দলের জন্য আরো বেশি করে এগিয়ে আসতে হবে। কাজ করে যেতে হবে। দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে, অক্ষুন্ন রাখতে হবে।
ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় এসব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সাবেক যুগ্ন আহ্বায়ক যথাক্রমে আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।