হিজলায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
-
১৩
বার পড়া হয়েছে

হিজলা (বরিশাল) প্রতিনিধি: আলমগীর হোসেন
বরিশালের হিজলা উপজেলায় বিশেষ অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার এর নেতৃত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর সমন্বয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে মেমানিয়া ইউনিয়নের ডিক্রির চর ছয়গা বাজারে ইউনুস মুন্সির দোকানে বিপুল পরিমাণ কারেন্ট জাল মজুদ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। অভিযানে দোকান থেকে প্রায় ৪৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন—
“মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন