প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১:৪৫ পি.এম
নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবসে ভ্যাকসিন কার্যক্রম
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবসে গরু, ছাগল ও ভেড়াসহ প্রাণীর ভ্যাকসিন (টিকা) কার্যক্রম করা হয়েছে। জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে, প্রতিপাদ্যে কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বিশ্ব জলাতঙ্ক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়।
উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।
নন্দীগ্রাম, বগুড়া।
২৮ সেপ্টেম্বর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত