দাকোপের চালনা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জিয়াউর রহমান পাপুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
-
৪৮
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
দাকোপ-বটিয়াঘাটা উপজেলা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন,দাকোপ-বটিয়াঘাটা উপজেলা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। এ এলাকায় কোনরুপ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এ এলাকায়। এখানে কোন ভেদাভেদ থাকবে না। সকলে মিলে এ অঞ্চলকে একটি সুখী-সমৃদ্ধশীল উন্নত এলাকা হিসাবে গড়ে তোলা হবে।তিনি আরও বলেন,সঠিক নেতৃত্বের অভাবে দাকোপ-বটিয়াঘাটা এলাকায় কাংখিত উন্নয়ন হয়নি। লোক দেখানো উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। সেবা বঞ্চিত হয়েছে উপজেলাবাসী। তিনি বলেন, সুন্দরবনের অন্যতম প্রবেশ দ্বার হবে দাকোপ। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ এলাকার পর্যটন শিল্প বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা থেকে দাকোপ পর্যন্ত ফোরলেন রাস্তা নির্মাণ করা হবে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় দাকোপ উপজেলার চালনা পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিলডাংগা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবু মানস কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট,দাকোপ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন সানা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো প্রমূখ। সকালে জলমা ইউনিয়নের মৃধা কমপ্লেক্সে বটিয়াঘাটা উপজেলার সকল মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে অনুরুপ মতবিনিময় করেন জিয়াউর রহমান পাপুল। বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ,মনিরুজ্জামান লেলিন,মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ জামাল উদ্দিন,সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য শাহিন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন