ঢাবি চারুকলায় শরৎ উৎসবের আয়োজন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
-
১৭
বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নাচ, গান ও কবিতার মাধ্যমে শরৎ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ছুটির দিনে ষড়ঋতু উদ্যাপন জাতীয় পর্ষদ এ আয়োজন করে।
দিনভর বৃষ্টির বিরাম শেষে রৌদ্রোজ্জ্বল আকাশে শরতের শুভ্র মেঘ ভেসে বেড়ায়। সেই স্নিগ্ধ আবহে বিকেলে শুরু হয় উৎসবের প্রথম পর্ব ‘শরৎ–কথন’। অনুষ্ঠানের আহ্বায়ক এহসান মাহমুদ বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে বৈষম্যমূলক কার্যকলাপ প্রতিরোধ করতে হবে। তিনি সাম্প্রতিক মাজার–খানকায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন আমাদের সময় সম্পাদক আবু সাঈদ খান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী ও লেখক–প্রকাশক সাঈদ বারী। বক্তারা বলেন, বাংলাদেশের ঋতুবৈচিত্র্যই এ দেশের বিশেষ সৌন্দর্য, যা শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই অনুভব করা যায়।
কথামালার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস শরৎবিষয়ক দুটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এরপর লোকসংগীত পরিবেশন করেন কোহিনুর আক্তার। তিনি লালন সাঁই ও চণ্ডীদাসের গান দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
কবিতাপাঠের পর্বে অংশ নেন মাহফুজ ফারুক, লাবণ্য লিপিসহ অনেকে। সাগর বাউল পরিবেশন করেন লালন ও ভবা পাগলার গান। নাচ–গান–কবিতার সমন্বয়ে প্রাণবন্ত হয়ে ওঠে ঢাবি চারুকলার শরৎ উৎসব।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন