প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৩:২২ পি.এম
নওগাঁয় মান্দায় ৫ দফা দাবীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আলা আমিন নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় মান্দা উপজেলা সদর প্রসাদপুর বাজারে ৫ দফা দাবীতে জামায়াতের ব্যাপক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় মান্দা উপজেলা জামায়াতের উদ্যোগে প্রসাদপুর বাজারে ৫ দফা দাবীতে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মান্দার ১৪ টি ইউনিয়ন থেকে আগত ব্যাপক লোকসমাগমে বিক্ষোভ মিছিলটি উপজেলা কোর্ট মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চার মাথার মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪(মান্দা) আসনে জামায়াত মনোনিত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারী ইলিয়াস খান, রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকিব,যুব সভাপতি আব্দুল মালেক, অফিস সম্পাদক হাফেজ আইনাল হক, ব্যবসায়ী ফোরাম সভাপতি মো আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, তেঁতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে চান, তাহলে সৎ দেশ প্রেমিক এবং খোদাভীরু মানুষদেরকে সংসদে পাঠাতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসীদের ঠাঁই নাই। জুলাই সনদ বাস্তবায়ন করা,পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, খুনি ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টিসহ ১৪দলকে নিষিদ্ধ করা ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না। কেউ যেন কেন্দ্র দখল করে ভোট বানচাল করতে না পারে সেজন্য সবাইকে কেন্দ্র পাহারা দিতে হবে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত