ঝিনাইগাতীতে ভারতীয় মদ ও পিক-আপ ভ্যান আটক
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১৫
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্তের ফাকরাবাদ বাজার এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল বিদেশী মদ ও পিকআপ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি ইনচার্জ নায়েক সুবেদার হেলাল এর তত্ত্বাবধানে বিজিবির একটি টহল দল নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ বাজারে অভিযান চালায়। এই সময় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৮ বোতল মদ ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
আটককৃত মদ ও পিকআপ এর সিজার মূল্য ২২ লাখ ৯৮হাজার টাকা তবে অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান পিপিএম জানান, শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন