প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩৩ এ.এম
শ্রীবরদীতে ছাত্রদলের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত
মোঃ আনোয়ার হোসেন শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ সেপ্টেম্বর শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শ্রীবরদী ঝিনাইগাতী আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুকনুজ্জামান রুকনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফরহাদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল প্রমুখ।এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান, এডভোকেট রেজুয়ান উল্লাহ, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকনসহ ছাত্রদলের নেতাকর্মী ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত