মান্দায় সড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৭
বার পড়া হয়েছে

আলা আমিন নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত নারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠাই। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
–
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন