নরসিংদী জেলা কলম সৈনিকবৃন্দের অঙ্গীকার
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
-
২০
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি
নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বাবুল, ওবায়দুল ইসলাম, নুরুজ্জামান ও কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে জানান যে, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরা হবে।
তারা বলেন, সাংবাদিকতার মূল লক্ষ্য সত্য প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কলম চালানো। এজন্য নরসিংদী জেলার প্রতিটি কলম সৈনিক অঙ্গীকারবদ্ধ থাকবেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাই ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করাই হবে নরসিংদীর সাংবাদিকদের মূল দায়িত্ব। আমরাও মানুষ আমরাও কলম যোদ্ধা জুলাই আন্দোলনে আমাদের সংগঠনের (৫) জন সাংবাদিক আহত হয়েছে তিন জন গেজেট ভুক্ত হয়ে সরকারি ভাতা পাচ্ছে ।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল বলেন
পাশে থাকুন পাশে রাখুন ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন