কাজিপুরে চাতাল গুদাম থেকে সরকারি চাল জব্দ
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১০
বার পড়া হয়েছে

শ্পেশাল প্রতিনিধিঃ
সিরাজগন্জ জেলার কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের হরিনাথপুর পশ্চিমপাড়া মোঃ আব্দুল মোমিন তালুকদার এর চাতাল গোডাউনে গত ২৩/৯/২৫ ইং তারিখে সন্ধ্যা ৬ টা হতে রাত ৮ টা পর্যন্ত চাতাল এর গোডাউনে সরকারি চাল মজুদকৃত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে গোডাউনে সরকারি লোগোযুক্ত ১০ বস্তা চাল, সরকারি লোগোযুক্ত ৩০৩টি খালি বস্তা এবং ১০৫ টি প্লাস্টিকের বস্তায় সরকারি চাল পাওয়া যায়। খালি বস্তাগুলোর চাল এসকল প্লাস্টিকের বস্তায় ভরা হয়েছে মর্মে ওসি,এলএসডি সনাক্ত করেন। ঘটনাস্থলে গোডাউন এর মালিক মোঃ আব্দুল মোমিন তালুকদারকে পাওয়া যায়নি। ওসি, এলএসডিকে অভিযুক্ত মোঃ আব্দুল মোমিন তালুকদার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি নাঈমা জাহান সুমাইয়া। উল্লিখিত মালামালসহ দুইটি গোডাউন রুম সিলগালা করে সোনামুখি ইউনিয়নের ০৬ নং এর মেম্বর এর জিম্মায় প্রদান করা হয়েছে।
মো: আব্দুর রহিম স্পেশাল প্রতিনিধি অভিযান নিউজ টিভি। ২৪/৯/২৫
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন