ঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
-
২১
বার পড়া হয়েছে

ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি মারুফ হাসান নাঈম
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করা হয়।
সভায় উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বালু পাচার, মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন