নরসিংদীতে বিসিএস (পুলিশ) ৪১তম ও ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের শিক্ষা সফরের অংশ হিসেবে নরসিংদী জেলায় আগমন
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
-
১৫
বার পড়া হয়েছে

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি নরসিংদী
আজ ২২ সেপ্টেম্বর, সোমবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে ৪১তম ও ৪৩তম ব্যাচের ৩০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শিক্ষা সফরের অংশ হিসেবে আগমন করলে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
এরপর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সম্পর্কে ব্রিফিং প্রদান করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়। পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে জেলা পুলিশের কার্যক্রম বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং এমসিকিউ পরীক্ষা নেয়া হয়। পুলিশ সুপার মহোদয় শিক্ষা সফরে আগত নবীন কর্মকর্তাদের দেশের জন্য নিবেদিত থেকে সততা, শৃঙ্খলা,পেশাদারিত্ব ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের জন্য আহবান জানান।
সফরকালে শিক্ষানবিশ কর্মকর্তাগণ পলাশ থানাসহ জেলার ঐতিহাসিক স্থান ও কেপিআই প্রত্যক্ষ করেন। নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কর্মকাণ্ডের বহুমাত্রিক চ্যালেঞ্জ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ শেষে তাঁরা এক নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ নিয়ে অত্র জেলা ত্যাগ করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন