1. murshedkamalmizan@gmail.com : অভিযান নিউজ টিভি : অভিযান নিউজ টিভি
  2. info@www.ovizannewstv.com : অভিযান নিউজ টিভি :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনা-১ আসনের দাকোপ-বটিয়াঘাটাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো – জিয়াউর রহমান পাপুল ঝিনাইগাতীতে র‌্যাবের পৃথক অভিযানে হত্যা ও মাদক মামলার চার আসামী গ্রেফতার সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল খুলনার দাকোপের বাজুয়ায় চুনকুড়ি নদী থেকে বস্তাবন্দি এক ব্যাক্তির লাশ উদ্ধার সারদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট : প্রধান অতিথি আনোয়ার হোসেন উজ্জল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার কে অনুদান প্রদান করলেন, ছাত্রদলের পক্ষ থেকে ফুলপুরে তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হাসান মাজহারুল পুলিশের হাতে গ্রেপ্তার ঝিনাইগাতীর মহারশি নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান নন্দীগ্রামে ফাতেমা ক্লিনিকসহ পাঁচ প্রতিষ্ঠানে লাখ টাকা জরিমানা খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে পাশে থাকবে বিএনপি : সাবেক এমপি মোশারফ হোসেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

নন্দীগ্রাম (বগুড়া) :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বগুড়ার নন্দীগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপি নেতারাও একাট্টা হয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার সকল পূজা উদযাপন কমিটি ও সংগঠন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন।

তিনি দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে শান্তি বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক, সহযোগিতা ও অপশক্তি প্রতিরোধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এসময় উপজেলার ৫টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, ৪৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন সম্প্রদায়ের অনেকে উপস্থিত ছিলেন।

মোশারফ হোসেন বলেন, প্রতিটি মণ্ডপে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী নজরদারি করবে, পাশে থাকবে। এটুকু বলতে পারি, অতীতে যেমন আপনাদের সঙ্গে ছিলাম, প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, আগামীতেও থাকব।
তিনি বলেন, দেশ থেকে বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে, সে ব্যাপারে সবাই সতর্ক ও সজাগ থাকবেন।

নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর।

আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায় মহান, সহ সভাপতি ভারত চন্দ্র, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট