প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৩:৪৮ পি.এম
বগুড়ায় পলিথিন উৎপাদন কারখানার সন্ধান, জরিমানা দুইলাখ
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় গ্রামীণ জনপদে গোপনে কারখানা খুলে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। অনুমোদন ছাড়াই যত্রতত্র গড়ে ওঠা বেকারি, তেল ও পলিথিন প্রস্তুতের অপতৎপরতা রুখতে মাঠে নেমেছে প্রশাসন।গত বৃহস্পতিবার কাহালু উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জড়িত ব্যবসায়ীর দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। পরিবেশ সংরক্ষন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র্যাব সদস্যরা কারখানা তল্লাশি করে। সেখানে ১ হাজার ৪৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন, উৎপাদনের ২৪৮ কেজি কাচামাল, ৩০টি বুশ ও ১৪টি সিলিন্ডার জব্দ করা হয়।
গতকাল শুক্রবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, কাহালু উপজেলার ভাগদুগড়া মুরইল এলাকায় গোপনে নিষিদ্ধ পলিথিন উৎপাদন কারখানা চলছিল। তথ্য পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাই ভাই পলিমার নামের এই অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
নিষিদ্ধ পলিথিন কারখানার মালিককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে দন্ডিত হেলাল শেখ (৩২) বগুড়া সদর উপজেলার পালশা চৌকিরপাড় এলাকার আয়নাল শেখের ছেলে।
বগুড়া।
১৯ সেপ্টেম্বর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত