খুলনার দাকোপে বিশ্বকর্মা পূজার সমাপনী অনুষ্ঠানে জিয়াউর রহমান পাপুল
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
-
২
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপ-বটিয়াঘাটা উপজেলা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্তমূলক মডেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, দাকোপ-বটিয়াঘাটা উপজেলা হবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক দৃষ্টান্তমূলক মডেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এ এলাকায়। এখানে কোন ভেদাভেদ থাকবে না। সকলে মিলে এ অঞ্চলকে সুখী-সমৃদ্ধশীল এলাকা হিসাবে গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এ এলাকার কৃষি পণ্য বিদেশে রপ্তানীর উদ্যোগ গ্রহণ করা হবে। এলাকার মানুষের উচ্চ শিক্ষা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। দাকোপের পর্যটন শিল্প বিকাশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা থেকে দাকোপ পর্যন্ত ফোরলেন রাস্তা নির্মাণ করা হবে। বৃহস্পতিবার রাতে দাকোপ উপজেলার সিংজোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সূর্য্যতোরন মোটরযান চালক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বকর্মা পূজা কমিটির সভাপতি বিশ্বজিতৎ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, জি এম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, দাকোপ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন সানা, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী ফয়সাল আলম, বাপ্পি, ধীমান রায়, সুকান্ত সরকার, মৃনাল কান্তি, প্রবীর চক্রবর্তী, দেবাশীষ ঘরামী, বিবেকানন্দ রায়, স্বপন মন্ডল, প্রকাশ সরদার, ননী গোপাল বাইন, পঞ্চানন সরদার, উমাশঙ্কর মন্ডল, মনোজ ঘরামী প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন