খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং করনীয় বিষয়ক মতবিনিময় সভা
প্রতিনিধির নাম :
-
প্রকাশিত:
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯
বার পড়া হয়েছে

মোঃ শামীম হোসেন – স্টাফ রিপোর্টার
খুলনার দাকোপে জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং আমাদের করনীয় বিষয়ক উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষমতায়ন জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী (ফেইজ-২) প্রকল্পের আওতায় বে-সকাকারী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল ডেভালমেন্ট এন্ড ডিসট্রেসড ওয়েলফেয়ার (এএসডিডিডাব্লু) এর আয়োজনে ইউএনইউমেন ও মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এএসডিডিডাব্লু নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শামীম হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উত্তম রায়, উপজেলা মৎস্য দপ্তরে আলমাস হোসেন, যুবদল নেতা ও সমাজ সেবক অমল গোলদার, নারী নেত্রী দীপ্তি বিশ্বাস, রওশানারা বেগম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন