প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৭:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৫, ৩:৪৪ পি.এম
মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবিতে ডিসির কাছে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান
নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশের আধুনিক গণপরিবহন মেট্রোরেল-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
১৬ সেপ্টেম্বর-২০২৫ ইং, মঙ্গলবার দুপুরে খেলাফত মজলিসের পক্ষ থেকে স্মারকলিপিটি নারায়ণগঞ্জ জেলার ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে হস্তান্তর করা হয়।
খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন- দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং জনবহুল শহর হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে মেট্রোরেল-২ প্রকল্প থেকে বাদ রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে। এই রুটে যানজট একটি বড় সমস্যা, যা মানুষের মূল্যবান সময় নষ্ট করছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। মেট্রোরেল এই সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারে। নারায়ণগঞ্জকে এই প্রকল্পের আওতায় আনা হলে তা শুধু এই জেলার মানুষের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও সুফল বয়ে আনবে।
খেলাফত মজলিসের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে সরকার যেন অবিলম্বে মেট্রোরেল-২ প্রকল্পের পরিকল্পনা সংশোধন করে এবং নারায়ণগঞ্জকে এর সঙ্গে সংযুক্ত করে। তারা আশা প্রকাশ করেন যে, সরকার জনগণের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব দেবে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে এটি নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন, জেলা সভাপতি ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সোনারগাঁও থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুস্তাফিজুর রহমান মুনঈম, শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, মহানগর উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, সদর থানা সহ-সভাপতি মুফতী কাউসার আহমদ কাসেমী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, প্রমুখ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত